রানীর দীঘি


এই গ্রামে বিভিন্ন  ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এর মধ্যে রানীর দীঘি অন্যতম,  রানী ভিক্টোরিয়ার নামানুসারে একটি দীঘি আছে, যা গ্রামের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত।

এই দীঘিতে সকল ধরনের মিঠা পানির দেশিয় মাছ পাওয়া যায় । বর্ষায় কানায় কানায় ভরপুর থাকে এবং বিভিন্ন রঙের শাপলা ও পদ্ম ফুল ফুটে এই দীঘিতে ।

দীঘির চারপাশ উঁচু করে তৈরি করা যা দেখতে ছোট ছোট পাহাড়ের মতো মনে হয় ।দীঘির পাড়ে রয়েছে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছ ।