![]() |
| দীঘলগাঁও বাজার (তালতলা বরুড়া কুমিল্লা সড়ক) |
বরুড়া থেকে ৩.৬ কিলোমিটার পূর্ব দিকে এবং লালমাই থেকে ৬.৫ কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। গ্রামটি উত্তর দক্ষিণে দিকে প্রসারিত, অর্থাৎ গ্রামটি উত্তর দক্ষিণে লম্বা এবং পূর্ব পশ্চিমে চত্তড়া । সবুজ শ্যামল, সুজলা সুফলা সরসে ভরপুর এই গ্রাম ।
গ্রামের মাঝখান দিয়ে চলে গেছে একটি রাস্তা যার সাথে প্রতিটি বাড়ির সংযোগ। এই রাস্তা দিয়েই প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব। সর্বোপরি দৈর্ঘ্যে অনেক লম্বা বা দৈর্ঘ্য অনেক বলে গ্রামের নাম দীঘলগাঁও। এই রাস্তাটির দক্ষিণে বরুড়া কুমিল্লা সড়কের সাথে মিলিত হয়েছে। অন্যদিকে উত্তর প্রান্তটি বরুড়া বাতাইছরি (পুরাতন) সড়কের সাথে মিলিত হয়েছে।
নাম করনঃ-
এই গ্রামটি (আমাদের গ্রামটি) দৈর্ঘ্যে অনেক লম্বা। আঞ্চলিক ভাষায় দৈর্ঘ্যকে (Length) "দীঘ" বলে।এই দীঘ থেকেই দীঘল শব্দটির উৎপত্তি এবং পরে সংযুক্ত হয় গাঁও যার বর্তমান নাম দীঘলগাঁও (DighalGaon)
আমাদের গ্রামের দক্ষিনে বরুড়া - কুমিল্লা প্রধান সড়ক, উত্তরে ভবানীপুর পূর্বে লাইজলা এবং পশ্চিমে- জলাভূমি খালি মাঠ প্রায় (১০) দশ হাজার লোকের বসবাস এখানে, গ্রামের পূর্বে ও দক্ষিন পাশ দিয়ে সরকারি খাল বয়ে গেছে যা কিনা বিখ্যাত কার্জন খালের সাথে সংযুক্ত, যা সরকারি ডাকাতিয়া নদী হয়ে মেঘনা নদীতে পতিত হয় ।

